জন্মের কয়েক মিনিট পরেই ওপেন হার্ট সার্জারি
জন্মের কয়েক মিনিট পরেই ছোট্ট কন্যাশিশু চ্যানেল মুরিশকে ওপেন হার্ট সার্জারির জন্য নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। এর ফলে শিশুটি হয়ে উঠেছে কনিষ্ঠতম ওপেন হার্ট সার্জারি রোগী। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল। শিশুটির হৃদযন্ত্রের অর্ধেক চললেও বাকি অর্ধেক কাজ করছিল না। এটি খুব বিরল একটি সমস্যা। জন্মের কয়েক মিনিট পরেই এ সমস্যার জন্য তাকে আবার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এ সমস্যাটি গর্ভে থাকার সময়েই তার হয়েছিল এবং এ থেকে বাঁচার সম্ভাবনা খুব কমই ছিল বলে জানিয়েছেন ডাক্তাররা। জন্মের কয়েক...
Posted Under : Health News
Viewed#: 30
See details.

